Sunday, January 15, 2012

সরলপথ

আল্লাহ তায়ালাই হচ্ছেন আসমানসমূহ ও যমীনের নূর ; তাঁর এ নূরের উদাহরণ হচ্ছে - তা যেমন একটি তাকের মত, তাতে একটি প্রদীপ আছে; প্রদীপটি স্থাপন করা হয়েছে কাচের আবরণের ভেতর ; কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মত - তা প্রজ্জ্বলিত করা হয় পবিত্র যয়তুন গাছ(নিসৃত তেল) দ্বারা, যা পূর্বদিকের নয়, পশ্চিমদিকের নয়; আবার এর তেল এত পরিষ্কার, মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে, যদি আগুন তাকে স্পর্শ নাও করে থাকে; নূরের উপর নূর; আল্লাহ তায়ালা তাঁর এ নূরের দিকে যাকে চান তাকেই হেদায়াত দান করেন; আল্লাহ তায়ালা (এভাবে) মানুষদের (বোঝানোর) জন্যে নানা উপমা পেশ করে থাকেন; আল্লাহ তায়ালা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন।[ সূরা নূর ২৪:৩৫ ]